জৈন্তাপুরে প্রবাসী যুবলীগ নেতার বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের আন্দোলন


জৈন্তাপুর প্রতিনিধি :  সিলেটের জৈন্তাপুরে আলোচিত ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সর্বশ্রেণীর জনসাধারণ। এক প্রবাসী যুবলীগ নেতার বিরুদ্ধে স্থানীয়দের গুরুত্ব অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তারা। স্থানীয়দের অভিযোগ আওয়ামী যুবলীগ নেতা তোফায়েল আহমেদ অতীতে ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় সাধারণ মানুষকে হয়রানি নির্যাতন ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন। 

জানা যায়, গতকাল (০৫ মে) স্থানীয় বাজারের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

(ভিডিও সহ নিউজ)


ভুক্তভোগী এক নারী বলেন, তোফায়েলের লোকেরা আমার আমাদের জমি দখল করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। আমরা কিছু বললে তার লোকেরা অনেক অত্যাচার করে। তাকে গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। 

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, আমি ছাত্রলীগ করি না বলে তোফায়েল আমাকে হুমকি দেয়। তার বাহিনী আমাকে ছাত্রলীগ করার জন্য খুব বেশি চাপ দেয়। এখন দেশের পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তোফায়েলকে দ্রুত গ্রেফতার করে দেশে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। 

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি ইতিমধ্যে সামাজিক ও প্রশাসনিক মহলে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
নবীনতর পূর্বতন