নিজস্ব প্রতিবেদক:: যুক্তরাজ্যে সরকার বিরোধী আন্দোলনের জের ধরে কুলাউড়ার মীরশংকর গ্রামে কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সহকারী প্রচার সম্পাদক জাবির আহমেদ এর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
যুক্তরাজ্য প্রবাসী ভুক্তভোগী জাবির আহমেদ উপজেলার মীরশংকর গ্রামের মো: ইছকন্দর আলীর ছেলে।
জানা যায়, গত ( ২৩জুন) লন্ডনে আওয়ামী লীগের একটি সমাবেশে নানান শ্লোগান দেন জাবির আহমেদ। তিনি স্লোগানে স্লোগানে বিএনপি-জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন দলের কঠোরভাবে সমালোচনা করেন। পরে, তিনি তার ফেসবুক আইডি থেকে সমাবেশের ভিডিও ফুটেজটি পাবলিক পোস্ট করেন। এর জের ধরেই গতকাল তার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।
এসময় সন্ত্রাসীদের হামলায় বাড়িতে অবস্থানরত তার মা হাওয়া বেগম (৫২) গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের দাবি এই হামলার সাথে বিএনপি জামাত ও এনসিপির কর্মীরা জড়িত।
এবিষয়ে, জানতে একাধিক বার কল দিয়েও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Tags
সিলেট
