ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার স্থানীয় দনারাম বাজারে গতকাল বিকেলে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ঘটনায় তৎক্ষনাৎ মাহসুদুর রহমান তাসবির (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া মাহসুদুর রহমান তাসবির ফেঞ্চুগঞ্জের দনারাম এলাকার নছির মিয়া ছেলে। সে কুশিয়ারা ইউনিয়ন ছাত্রলীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে দনারাম বাজারে হঠাৎ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী জড়ো হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ঝটিকা মিছিল
শুরু করে। এরপর বাজারের ক্রেতারা আতংকিত হয়ে পড়েন। ঘটনা স্থলে দ্রুত পুলিশ এসে নিয়ন্ত্রণে নেয় এবং একজনকে আটক করে।
মিছিলের সময় নেতা–কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের বিষয়টি তাঁর নজরে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
Tags
সিলেট
