নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে সরকার বিরোধী আন্দোলনের জের ধরে সিলেটের আলোচিত ছাত্রলীগ নেত্রী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আক্তারের বাসায় হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, গতকাল নগরীর ঝরনার পাড় এলাকার পায়রা, ৮৫/১ নং বাসায় হামলা করে হামলা ও ভাংচুর করে একদল সন্ত্রাসী। এসময় তারা বাসার আসবাবপত্র সহ অনেক কিছু ভাংচুর লুটপাট করে। ভুক্তভোগী নাদিয়া আক্তার পায়রা ৮৫/১ এর স্থানী বাসিন্দা মোঃ কুটি মিয়ার মেয়ে। তিনি বর্তমানে যুক্তরাজ্য অবস্থান করছেন।
আরও জানা যায়, গত ( ৫ ডিসেম্বর) লন্ডনে আওয়ামী লীগের একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাদিয়া আক্তার। এসময় তিনি গণমাধ্যমের সামনে বিএনপি-জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন দলের কঠোরভাবে সমালোচনা করে তার বক্তব্য তুলে ধরেন। পরে, তিনি তার ফেসবুক আইডি থেকে সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজটি পাবলিক পোস্ট করেন। এর জের ধরেই গতকাল তার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।
এবিষয়ে জানতে চাইলে দেশে অবস্থানরত তার মা নাজমা আক্তার বলেন, আমার মেয়ে লন্ডন প্রবাসী। তার সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নাই। সে আমাদের পরিবারের সাথে অনেক আগেই সম্পর্ক চিহ্ন করেছে। তারপরও, তার রাজনৈতিক কর্মকান্ডের জন্য আমাদের বাসায় হামলা ভাংচুর দুঃখজনক। আমরা এই ঘটনার বিচার কার কাছে দাবি করবো। তাদের দাবি এই হামলার সাথে বিএনপি জামাত ও এনসিপির কর্মীরা জড়িত।
এবিষয়ে, জানতে এস.এম.পি কমিশনার (মিডিয়া) বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। আমরা বিষয়টি সম্পর্কে খুঁজখবর নিচ্ছি।
Tags
সিলেট
