গোলাপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুই মাদ্রাসায় দোয়া ও কোরআন খতম



ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে গোলাপগঞ্জের দুই মাদ্রাসায় বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ যোহর গোলাপগঞ্জ পৌরসভার মুহাম্মাদীয়া তাহসিনুল কুরআন মাদরাসা এবং বাদ আছর উপজেলার ভাদেশ্বর ইউপির আল হারামাইন তাহফিজুল কোরআন একাডেমিতে পৃথকভাবে এ কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন - গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, যুবদল নেতা সোহাগ আহমদ, সুফিয়ান আহমদ, ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মাদীয়া তাহসিনুল কুরআন মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শিহাব উদ্দিন, সভাপতি আলহাজ্ব আরবাব আহমদ চৌধুরী, আল হারামাইন তাহফিজুল কোরআন একাডেমির মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল বাছিত, শিক্ষক শাহাজাহান আহমদ, হাফিজ আহমদ, হাফিজ এনামুল হক, হযরত মাওলানা ফাহিম আহমদ, হাফিজ মাওলানা এনাম আহমদ, হাফিজ মাওলানা মুজাহিদ আহমদ।

দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘ সুস্থ জীবন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
নবীনতর পূর্বতন