সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হোসেন আহমদ চৌধুরীর বাড়িতে হামলা-ভাংচুর


নিজস্ব সংবাদদাতা : সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ চৌধুরীর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

ভুক্তভোগী হোসেন আহমদ চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি সিলেট মহানগর ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘূর্ণি-২৪, (দত্তপাড়া) আম্বরখানা এলাকার বাসিন্দা মৃত সহিদ আহমদ চৌধুরীর ছেলে।

জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৭ আগস্ট) বিকেলে  সিলেট নগরীর আম্বরখানা ঘূর্ণি-২৪, (দত্তপাড়া) তার বাসায় এই হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা।

এবিষয়ে ভুক্তভোগী হোসেন আহমদ চৌধুরীর পরিবারের সদস্যরা জানান, দেশে থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো হোসেন আহমদ চৌধুরী। কিন্তু সে এখন যুক্তরাজ্যে অবস্থান করছে। তারপরও একদল চিহ্নিত সন্ত্রাসীরা আমার বাড়িতে এসে এই নগ্ন হামলা ও ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী। 
  
এবিষয়ে সিলেটের মহানগর পুলিশ কমিশনার (মিডিয়া) বলেন, এ সম্পর্কিত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নবীনতর পূর্বতন